logo

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চেয়ারম্যান কার্যালয়

৯নং ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ

মহেশখালী, কক্সবাজার

www.chotamoheshkhaliup.com
বিজ্ঞপ্তি নং : ১৭
তারিখঃ ১৬ /০৭ /২০২৪ইং

০১তারিখ হইতে সকল বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের হোল্ডিং নাম্বার অনলাইনে নিবন্ধন ও QR কোড যুক্ত স্মার্ট হোল্ডিং কার্ড স্থাপনের কার্যক্রম শুরু হবে।

 

জরুরী বিজ্ঞপ্তি
 
 
         সম্মানিত  ৯নং ছোট মহেশখালী ইউনিয়ন বাসীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১/০৯/২০২৪ইং  রোজ মঙ্গলবার হইতে ইউনিয়ন পরিষদের সকল বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের হোল্ডিং নাম্বার অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছিল।
 
এখনো পযন্ত যারা বসতবাড়ির নিজ হোল্ডিং নাম্বার অনলাইনে নিবন্ধন ও বকেয়া ট্যাক্স পরিশোধ করেন নাই এবং ব্যবসা-প্রতিষ্ঠান অনলাইনে নিবন্ধন করেন নাই অতিদ্রুত অনলাইনে নিবন্ধন করে নিশ্চিত করুন।  অনলাইনে নিজ নিজ বসতবাড়ির  হোল্ডিং নাম্বার নিবন্ধন করে, বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
 
 
অন্যতা  সকল প্রকার সরকারি সুযোগ-সুবিদা থেকে বঞ্চিত থাকিবেন।
 
 
 
                অনুরোধ ক্রমে-

 

রিয়ানুল ইসলাম মঈন
চেয়ারম্যান
৯নং ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ
মহেশখালী, কক্সবাজার।