মইনুল আলম

ওয়ার্ড সদস্য-০৬
০১৮১৬-১০৫৯১৪
444
আমি খুবই আনন্দিত যে, এইপরিষদের একজন ( ওয়ার্ড সদস্য ) হিসেবে - এছাড়া আমাদের মতো প্রত্যন্ত এলাকায় স্মার্ট ভাবে যে ইউনিয়ন পরিষদকে পরিচালনা করা যাচ্ছে। হোল্ডিং ট্যাক্স,স্মার্ট হোল্ডিং কার্ড, স্মার্ট কর আদায় রশিদ, স্মার্ট ভাবে ট্রেড লাইসেন্স এবং নবায়ন, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র থেকে শুরু করে সকল নাগরিক সেবা স্মার্ট ভাবে দিতে পারছে বা নাগরিক সেবা নিতে পাচ্ছে। এখন আগের থেকে অনেক নির্ভেজাল ও সঠিক ভাবে সনদগুলো নিতে পাচ্ছে এবং তা যাচাই করা যাচ্ছে। এছাড়া নোটিশ দিলে সবাই নিজ মোবাইল/কম্পিউটারে থেকে দেখতে পাচ্ছি। আমাদের ইউনিয়ন সম্পর্কে যেকোন আপডেট তথ্য পাওয়া যাচ্ছে। ধন্যবাদ! আপনাদের সকলকে, যারা অত্র ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।