রিয়ানুল ইসলাম মঈন

চেয়ারম্যান
01911-323322
chutamoheshkhaliup@gmail.com
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ,স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে, আমি কক্সবাজার জেলায় সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ডাটাবেইজ ও সেবা প্রদান কার্যক্রম শরু করিলাম। তারই ধারাবায়িকতায় বর্তমান সময় মহেশখালী উপজেলার মধ্যে আমি রিয়ানুল ইসলাম মঈন (চেয়ারম্যান) হিসাবে ডিজিটাল বাজেট উপস্থাপন করি। বর্তমানে একটি “বেসরকারি প্রতিষ্ঠান” এর সহযোগীতায় আমি অত্র ইউনিয়নের সকল হোল্ডিং স্মার্ট কার্ড সিস্টেম করেছি। যার ফলে আমি এবং আমার এলাকার সকল জনগণসহ সারা দেশের মানুষ আমার ইউনিয়নের সকল খানার খবর ঘরে বসে নিতে পারবে। আমাদের ইউনিয়নের সকল নাগরিক https://chotamoheshkhaliup.com এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের সকল নাগরিক সেবা ঘরে বসে আবেদন করতে পারবে , আবেদন কপি সত্যয়িত করে নিয়ে আসলে , পরিষদ দ্রুত নাগরিক সেবা দিতে পারবে।